জলবায়ু নায্যতা ও মানবাধিকারের আঙ্গিকে জলবায়ু অর্থায়ন শীর্ষক আন্তঃপ্রজন্ম জলবায়ু সংলাপ

গত ৪ নভেম্বর দ্যা ডেইলি স্টার ভবনে “ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ” ও “মানুষের জন্য ফাউন্ডেশন” এর সহযোগিতায় আয়োজিত হয়ে গেল “জলবায়ু নায্যতা ও মানবাধিকারের আঙ্গিকে জলবায়ু অর্থায়ন শীর্ষক আন্তঃপ্রজন্ম। সংলাপে জলবায়ু পরিবর্তনে মানবাধিকার বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-র চিফ এক্সিকিউটিভ মোঃ শামসুদ্দোহা। তাছাড়া উপস্থিত ছিলেন শিশু, কিশোর, তরুণ, উন্নয়ন কর্মী সহ কয়েক প্রজন্মের,বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন জলবায়ু সচেতন নাগরিক।


বাংলাদেশের মতো একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে নবায়নযোগ্য শক্তির দিকে পদক্ষেপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই ধরনের সংলাপ আয়োজন জলবায়ু পরিবর্তনের প্রভাব,ন্যায়বিচার নিশ্চিতকরণ ও মানবাধিকার সুরক্ষায় জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে যুব সমাজকে সচেতন করবে এবং বিভিন্ন প্রজন্ম ও বয়সের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

ব্রাইটার্সের চেয়ার ফারিহা সুলতানা অমির সঞ্চালনায় আয়োজিত এই আন্তঃপ্রজন্ম সংলাপে স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম এবং তিনি যোগ করেন “জলবায়ু অর্থায়নের মৌলিক শর্ত হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন নিশ্চিত করা”
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, “জলবায়ু পরিবর্তন আজকের সমস্যা, আগামীর ভয়াবহতা। আমাকে যখন যুবদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনে আমন্ত্রণ জানানো হয় আমি সবসময় তা সাদরে গ্রহণ করি কারণ আমি বিশ্বাস করি আমাদের সময় এখন যুবদের দক্ষতা উন্নয়নে কাজ করার।”
বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ-র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আতিক রহমান বলেন, “জলবায়ু পরিবর্তন নিয়ে কথা হচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে জনগণের কথা সবসময় ফুটে ওঠে না। আমাদেরকেই জনগণের হয়ে জনগণের কথা বলতে হবে।” অনুষ্ঠানে মুসলিম চ্যারিটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ফজলুল করিমের বক্তব্যে জলবায়ু পরিবর্তন কে কারিকুলামে সংযুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। ব্রাইটার্স এর ফাউন্ডার এন্ড ডিরেক্টর তার বক্তব্যে যোগ করেন, “এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন জেনারেশনের যে সংলাপ হলো, তার মাধ্যমে মানবাধিকার আর ন্যায়বিচারের দৃষ্টিভঙ্গি তে জলবায়ু অর্থায়ন কে দেখার নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

#Brighters
#ManusherJonnoFoundation
#ClimateFinance
#HumanRights
#ClimateJustice