পথনাটক: পাখির ভবিষ্যৎ

গল্প নাটকে দেখা চরিত্রগুলো আমাদেরকে সবসময় প্রভাবিত করে আসছে।
শিশু হোক বা কিশোর, যুবা হোক বা বৃদ্ধ শিল্প প্রভাবিত করে আসছে সবসময় সবাইকে।

প্রশ্নটা যখন আশেপাশের বাস্তুতন্ত্র কিংবা পরিবেশের ধরণ পরিবর্তনের, তখন সবসময় চার-দেওয়ালের মধ্যে আসলে কথাগুলো মানুষের বোধে আঘাত করে না। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখন আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছি কেন যেন আমরা স্বার্থপরভাবে শুধু মানুষের কথা-ই বলি। কিন্তু পাখি, গাছ এরাও কি আমাদের পরিবেশের অংশ না? পরিবেশের পরিবর্তন কী এদেরও প্রভাবিত করছে না? তাহলে তাদের কথা কেন আলোচনা হবে না?

এই চিন্তা থেকেই মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং অপেরা নাটকের দলের প্রযোজনায় ব্রাইটার্স আয়োজন করেছে পথনাটক ‘পাখির ভবিষ্যৎ’

নাটকের দশটি শো অনুষ্ঠিত হয়েছে ঢাকার দশটি গুরুত্বপূর্ণ জায়গাতে। যেগুলো হলো-

  • মিরপুর জাতীয় চিড়িয়াখানা
  • জল্লাদখানা মুক্তমঞ্চ
  • মুকুল ফৌজ মাঠ
  • শহীদ মিনার
  • সোহরাওয়ার্দী উদ্দ্যান
  • টি এস সি
  • জামিলা আইনুন আনন্দ উচ্চ বিদ্যালয়
  • আঁগারগাও আদর্শ উচ্চ বিদ্যালয়
  • শ্যামলী পার্ক

দর্শনার্থীদের মতামত

প্রযোজনায়

আয়োজনে

সহযোগিতায়

মিরপুর চিড়িয়াখানা

জল্লাদখানা মুক্ত মঞ্চ

মুকুল ফৌজ মাঠ

শহীদ মিনার

হাকিম চত্বর

সোহরাওয়ার্দী উদ্যান

টিএসসি

সরকারি জামিলা আইনুন আনন্দ বিদ্যালয় ও কলেজ

আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়

শ্যামলী পার্ক

Feedback
Please enable JavaScript in your browser to complete this form.