Fund Raising for Survival in Water 3.0
ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং খাগড়াছড়ি ভয়াবহ বন্যায় প্লাবিত! আমাদের একটা Volunteer Crisis Response Team ইতিমধ্যে কাজ শুরু করেছে! জরুরি পরিস্থিতি বিবেচনায় আমরা একটা ক্রাইড ফান্ডিং শুরু করছি। বেশ কয়েকদিন ধরে ক্রাউড ফান্ডিং বিতর্কিত হওয়ার পর আমরা এই ইনিশিয়েটিভ বন্ধ রাখছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্রাউড ফান্ডিং নিয়ে একটা আস্থার সংকট তৈরি হয়েছে! সেটি বিবেচনায় আমরা একটা ওয়েব লিংকের মাধ্যমে সম্পূর্ণ ফান্ড রেইজিংয়ে ক্রেডিট ও ডেবিট শিট লাইভ রাখবো, যেখান থেকে সবাই জানতে পারবে কত টাকা ক্রেডিট হয়েছে এবং সেটা কীভাবে কত টাকা কোথায় ব্যয় হয়েছে!
যারা এই পরিস্থিতিতে পানিবন্দী মানুষকে সহযোগিতা করতে আগ্রহী তারা সামর্থ্য অনুযায়ী যেকোনো একটা চ্যানেলে আপনার ডোনেশন পাঠাতে পারেন! আমরা বিশ্বস্ততার সাথে সেটা তাদের কাছে পৌঁছে দেবো আমাদের ভলিন্টিয়ার টিমের মাধ্যমে।