৯ম বর্ষের সাংগঠনিক নির্বাচন, জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা।

১লা মে, ২০২৪ ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৯ম বর্ষ উদযাপন শেষে ফেসবুক পেইজে প্রচারিত একটা লাইভে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের চেয়ার ফারিহা অমি ব্রাইটার্সের ৯ম বর্ষের সাংগঠনিক নির্বাচন, জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করে।

আগামী ২৫ মে, ২০২৪ সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা। ২৬ মে অনুষ্ঠিত হবে বার্ষিক বনভোজন। তার আগে ০২ মে থেকে ১০ মে চলবে, ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন, যেটি ০২ মে থেকে নমিনেশন সাবমিশনের মাধ্যমে শুরু হবে। শুধুমাত্র ন্যাশনাল ব্রাইটার্স এসেম্বলির ভোটিং মেম্বার ও ডেলিগেটরা এই নমিনেশন সাবমিট করতে পারবে, ব্রাইটার্সের মেম্বারশিপ পোর্টাল www.member.brighters.org থেকে।

আগামী ১০ মে থেকে শুরু হবে ব্রাইটার্স গভার্নিং কাউন্সিল ইলেকশন। ১১ মে থেকে শুরু হবে নমিনেশন সাবমিশন, ২৫ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। ২৫ মে জাতীয় সম্মেলনে শপথ গ্রহনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব পালন শুরু করবে।